জাহাঙ্গীর হোসেন বাদশাহ

  ১৮ জানুয়ারি, ২০১৯

ভাঁজ

আমাদের ফিনিক্সপাখি- কথা বলতে শিখে গ্যাছে, কবিতা;

আমাদের হাঁটাপথ অথবা জলচিপার জোড়া সাঁকুপাড়ে

লালশালিক লিখে গ্যাছে স্টেশনের গান-

উঠোনে ফেলে রেখেছে কেউ বাজারি কৌতুক।

তুলো উড়া জানালায় তোমার কাঁচা আঙুল-

জখম করেছে বুকের আস্তিন কস্মিনকালে;

এভাবে- এভাবেই যা কিছু ঘটে গ্যালো অনর্থক;

ক’টা ভাঙা কলসীর ভেতর টুকে দিয়ে সব হালচাল,

চলো- এভাবে, এভাবেই না হয়, হয়ে উঠি মায়াচাঁদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close