সালমা লীনা

  ০৪ জানুয়ারি, ২০১৯

বৃত্তের বাইরে

কিছু হাসি আমার নয়

কিছু স্রোত যেমন নদীর নয়

বরং কোনো চোখের

অথচ আশ্চর্য এ শিউলি মায়া

অদ্ভুত এই নীল মাখানো সাদা আকাশ

কিম্ভূত এই মেঘের ধোঁয়া

কিছুতেই তারা টলবে না

কোনো দিনও পাশে এসে বসবে না

চোখ তুলে জেনে নেবে নাÑ ‘কেমন ছিলে?

এখনো কি ভালোবাস আমায় ঠিক যেমন বলেছিলে একদিন?’

কিছু জোছনা ওই চাঁদের নয়

কিছু সকাল সকাল নয়

সব সন্ধ্যেই আবির রাঙানো থাকে না

কখনো কখনো গোধূলির রং নিয়ে হেঁটে যায় রাতের পরের সকাল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close