রাশেদ আহমেদ

  ০৪ জানুয়ারি, ২০১৯

উচ্চারণ

এই যে বললাম, তুমি আমার এমন আলো যা

শিশিরে প্রতিদিন হয় নাÑ এতে কি তোমার একটু সুখসুখ লাগছে না

লাগলে কেন নড় না

অথবা তোমার মুখে আলো এলো, না এলো না বুঝতে দাও না

এমন আঁধার গোর আমার সয় না, এমন অনিশ্চিত মৃত্যু আমি বইতে পারি না,

বুঝ তো

তবে কেন নড় না

আমি যে ভোরের সন্তান, আলো আমার স্বাভাবিক অভিব্যক্তি, আমি যখন বলিÑ

ভালোবাসি!

এর চেয়ে উজ্জ্বলতম উচ্চারণ কিছু নেই পৃথিবীতে, আমি যখন প্রাণের কথা বলি

এর চে ধ্রুব সত্য আর হয় না, কেন বুঝ না

আমি কবি, চাইলে অসহ শক্তির শয়তানও হতে পারতাম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close