সানাউল্লাহ সাগর

  ০৪ জানুয়ারি, ২০১৯

নিমফুল ও বিবিধ কোরাস

লাল হয়ে যাও কেন এতোÑ লজ্জার

বাড়ি থেকে এসেছোÑ বুঝেছি দেখেই। ওঠো, দেখো

নিয়মে মিশে আছে হ্যারিকেন রাত।

অথই শরমে বাঁক খর্ব হচ্ছে দেখে কান্না পাচ্ছে!

না উঠেই নেমে যেতে ইচ্ছে করছেÑ

কবিরাজের আস্তিনে ঠোঁট জমা ছিল কতো; কেউ

বাড়ি ফেরিনি তাদের তেমন। একলা

রসে-রঙে হাঁপিয়ে উঠেছেÑ তিস্তার গগলস।

ফেরেনি সেও; ধ্বণিত হচ্ছো লাশ-বুকে,

ভেদরেখা টেনে ভেতরে দেখো সাঁকোরা ফিসফিস

করে লতিয়ে উঠছে তেজে। বিছানায়

খাবি খাচ্ছে ডালিম। পোক্ত বিস্কুটে মুখ পুড়ে গেল...

জানেনি সে ছবির তুফানে চোখ গলে

গেল। মাটিতে তোমার ঘুম জড়ো হচ্ছিল তখনো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close