বিপ্লব রেজা

  ০৪ জানুয়ারি, ২০১৯

ভালোবাসা ভালোবাসা

বিরহটা এমন যে, তুমি মুখ লুকালেই আসে তুমি

হাসলেই আবার ফিরে আসে সুখ;

দিবসের সাথে যেমন সূর্যের সম্বন্ধ, রাতের সাথে চাঁদের

তোমার সাথে তেমনি সুখ ও দুঃখের নিবিড় সম্বন্ধ।

তুমি কি প্রকৃতি? চিরশাশ্বত? তাহলে ভালোবাসা কেন বুঝ না রানি?

কতটা হলে ক্ষত-বিক্ষত আরো, তুমি বুঝবে ‘ভালোবাসা’ আমার নাম?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close