ইভান অনিরুদ্ধ

  ০৪ জানুয়ারি, ২০১৯

সমকালীন আধুনিক কবিতা

মধ্য নভেম্বরের হৃদয় কাঁপানো শীতে

ব্ল্যাক কফিতে মৃদু চুমুক দিতে দিতে

আমাদের কথা হচ্ছিল সিউলের এক কবিতা সন্ধ্যায়Ñ

সমকালীন আধুনিক কবিতা কতটুকু বদল হয়েছে রোমান্টিকতায়।

তুমি জানতে চাইছিলে বাংলা কবিতার ধারায় এর ছাপ কতটুকু

বাইরে প্রবল তুষারপাত, বিষণœ পরিবেশ, কফি শেষ করে সবটুকু

আমি তোমার চোখের ওপর স্থির করে নিজেকে, বললাম হেসেÑ

আমাদের এই মুহূর্তটাই সমকালীন আধুনিক কবিতার বেশে!

তুমি দৃষ্টি ফেরালে লাজে, হয়তোবা আমার আরো

না বলা কথাকে গভীর ভালোবেসে!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close