ফকির ইলিয়াস

  ১৪ ডিসেম্বর, ২০১৮

তারামন

পৌষের ভোর এলেই সূর্য জেগে ওঠে শীতের শিহরণ

বুকে নিয়ে। বাংলার পথগুলো আঁকে রেখা। শিশির

ভেদ করে যে দুপুর মানুষের জন্য লিখে প্রত্যয়ের

রোজনামচা- তার শুরু হয়েছিল একাত্তর সালে।

যুদ্ধে যুদ্ধে এই নদীতেই মিশে ছিল তারা আর তরী।

মুক্তির মিছিল নিয়ে ছুটে আসা প্রতিটি গ্রামের

মানুষ কাতারবন্দি হয়েছিল এক-একটি শরণার্থী

শিবিরে।

নারী কিংবা পুরুষ

যুবা কিংবা বৃদ্ধ

সবাই সমস্বরে বলেছিল; সরে যাও হে শকুন!

অতপর রক্তাক্ত জামা পরেই এই ভূখন্ডে জেগে

উঠেছিল সূর্য। ‘জয় বাংলা’- বিজয়ধ্বনি দিয়ে

মাঝি কাঁধে তুলে নিয়েছিলেন নৌকোর মাস্তুল।

গর্বে আর আনন্দে ফিরে এসেছিলেন-

একজন বীর তারামন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close