রুদ্র সাহাদাৎ

  ০২ নভেম্বর, ২০১৮

হেমন্ত

সবুজ ধানক্ষেত হলুদ হয়ে গেলেই হেমন্ত

যদিও ঋতুচক্রে কার্তিক-অগ্রহায়ণ হয়েই আসে।

যখন দেখি,

কৃষাণ-কৃষাণির হাস্যোজ্জ্বল মুখ

কর্মচাঞ্চল্য হাত, ক্লান্ত পা দৌড়ায়।

বালকেরা ডাঙ্গুলি, গোল্লাছুটের আয়োজনে ব্যস্ত,

ঘাসে ঘাসে শিশির বিন্দু খেলা করে

আপন মনে প্রতুষ্যের সোনালি আলোয়।

নভোম-লজুড়ে রঙিন ফানুস উড়ে

উৎসবে মেতে ওঠে বাঙালি জীবন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close