তানিম ইশতিয়াক

  ০২ নভেম্বর, ২০১৮

হৈমন্তীর দুঃখ

তোমায় সেদিন দেখতে পেলাম একা

ঝোপের ভেতর দুঃখ লুকাচ্ছিলে

দক্ষিণে তার শিউলি-শরৎ রেখা

সবটা জেনেও উত্তরে হাঁটছিলে।

হয়তো আমার বলার ছিল কিছু

দ্বিধায় তবু দুলছিল এ মন তো,

যাচ্ছো জেনেও সুর তুলিনি পিছু

হলুদ গাঁদায় ফুটবে কি হেমন্ত!

তোমার কাছে হলুদ মানে ব্যথা

ছুঁঁতে গেলেই পাতা ঝরার দিন,

বুকপকেটে গোপন সেসব কথা

শীতের মতো কাঁপতে থাকা ঋণ।

নবান্নতে নতুন স্বাদের চালে

তোমার গায়ে ভিন্ন বেনারসি

একফোঁটা জল গড়ায় তবু গালে

সুখের আঁচল পড়ল খসি খসি।

তাই তো তুমি কষ্ট লুকাও আজও

কেউ জানে না জানি কেবল আমি

কেন তুমি হলুদ হলুদ সাজো

দুঃখ তোমার সুখের চেয়ে দামি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close