সোলায়মান আহমাদ

  ১৯ অক্টোবর, ২০১৮

রাতের কাছে প্রেমবিক্রি

ক্লান্ত পায়ে সন্ধ্যায় এসে ভিড়েছে সময়

পেছনে ফেলে এসেছি কমলা রঙের রোদ,

দেখেছি বৈতরণীর থেকে চন্দ্রমার অর্ধছায়া

নীল কস্তুরী আভার চাঁদকে ভেবেছি দৈনালোক

হৃদয়ে মৃত্যুর শান্তিময় স্থিরতা নিয়ে এসেছি!

অন্ধকারের মতো রাতের কাছে করেছি প্রেম বিক্রি

বিনিময়ে নিয়েছি অন্ধকারের সব ঘনত্ব

তুমি সকাল দেখাতে চেয়েছিলে বলে, বলেছি-

এ নীরা স্বাদের তীব্রতা নষ্ট করার ক্ষমতা তোমার নেই

তুমি কোনো মহাযন্ত্রণার আকাশ নও!

রাতের সাথে মৃত্যু মিশিয়ে সকালকে করেছি সন্ধ্যা

কাটিয়েছি পৃথিবীর বাইরে

কিন্তু হঠাৎ বেয়াদব সন্ধ্যাবর্ণের খপ্পরে পড়ে

পৃথিবীতে ফিরে মনে হয়েছে- এখানে ছিলাম কোনোদিন!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close