প্রেমের মতো, ঠিক প্রেম নয়

  ২৮ সেপ্টেম্বর, ২০১৮

ইভান অনিরুদ্ধ

বাইরে থেকে কিছুই বোঝার উপায় নেই

অথচ ভেতরে ভেতরে কত কী যে হচ্ছেÑ

জ্বরের মতো, ঠিক জ্বর নয়

প্রেমের মতো, ঠিক প্রেম নয়

ভালোবাসার মতো, ঠিক তাও নয়

বিরহের মতো, ঠিক যেন বিরহ নয়!

অতঃপর তুমি হাত রাখলে কপালে

চিবুকে, শরীরে, তপ্ত নরোম গালে

ঝুম বর্ষণের মতো ভিজে গেল মন

বৃষ্টিস্নাত বিকেলের পর যেমন

রঙধনু উঁকি দেয় পুবাকাশে

তেমনি আমার ভেতর বাহিরে দেখা দিলো

প্রেম-বিরহ-ভালোবাসা!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close