জল

  ২৮ সেপ্টেম্বর, ২০১৮

নিজাম বিশ্বাস

শাপলা পাতায় জমে থাকা জল কোনো এক মাছের হঠাৎ ঘাইয়ে

মিশে গেল ঝিলের বৃহৎ জলে, মেঘ ফেটে নেমেছিল যে জল,

রোদ থেকে রং নিয়ে সেজেছিল যেÑ সে কী শুধুই অলংকার ছিল পাতার!

জলের ওপর শুয়েছিল জল, দুই জলে মিলে সব হলো একাকারÑ

হারানো জলের খোঁজে ঝিলের বৃহৎ জলে চুপিচুপি নামে তবু নিশিবকÑ

ক্ষণকাল জলের শরীরে বাস করে উড়ে যায় কালো মেঘের ফোটাÑ

চাতকের চোখ ফাঁকি দিয়ে সেই জল ফিরে না; না জলে, না ডাঙায়

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close