সাজানো সিনেমার ঋতু

  ২৮ সেপ্টেম্বর, ২০১৮

অরবিন্দ চক্রবর্তী

প্রিজনে তোলার পর চিরায়ত বলে যদি কেউ,

চলে যাওয়া সহজ হলো।

ত্রিনাথ সখা ভারটানা রাস্তা নিশ্চয় বলবে,

উপল শরীর চলে যাও চলে যাও।

আজ চৈত্রবয়সে এসে

বন্ধুর কাঁধে ভর রেখে চলে যাচ্ছে চাকা।

আমি যাচ্ছি না কোথাও, ঝুরো শরীর নিয়ে গতির আবর্ত দেখছি শুধু।

সকল গন্তব্য নিয়ত মধুর, তা বলা এখনো সঠিক শোভন নয় গো।

বন্ধু অর্থে বলি, অঘোর শোনো, যে যায় ওজনের ভাগশেষ পেয়ে যায়

তুমি যদি যাও, মানুষের পুব দেখে যেও।

তোমার পায়ের কাছে পড়ে থাকা হাসি বিদ্রƒপ পাবে, শাস্তি পাবে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close