শারমিন সরকার

  ২১ সেপ্টেম্বর, ২০১৮

তুমি ছিলে না যখন

তুমি এতদিন পরে এলে প্রিয়

তুমি ছিলে না মনে হয়েছিল

এই শহরে কোনো গাছ নেই।

মৃত্যুর মতো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল

প্রতীক্ষার প্রহরের সব বাতি গিয়েছিল নিভে

আমি একা হাঁটছিলাম

এই আবহমান শূন্যতার দুয়ারে।

হাঁটতে হাঁটতে যখন একটি সরু রাস্তায়

প্রায় শেষ পর্যন্ত পৌঁছালাম

হঠাৎ দেখলাম, দূরে একটি ল্যাম্পপোস্টের মৃদু আলো

আমার বিবর্ণ আঁধারে

হয়তো এটাই ছিল শহরের শেষ বাতি

আমি আরো দ্রুত হাঁটতে শুরু করলাম

হঠাৎ যেন আমার বুকের ভেতর

একটা ঘাসফড়িং নড়েচড়ে বসল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close