শান্তনু চৌধুরী

  ২১ সেপ্টেম্বর, ২০১৮

পরস্পর

মেয়ে : এইটুকু তো শীতলপাটি, এইটুকু তো ঘর

সবকিছুতেই তোমার বসত

রইবে জীবনভর।

সলতে দেওয়া পিদিম আমার

নিভেও যদি যায়

ঝড়ের রাতে শক্ত হাতে

জড়িয়ে রেখো আমায়।

ছেলে : ঝড়ের রাতটা অন্ধকার

জলপাই রঙের কালো,

পিদিম যদি নিভেও যায়

জ্বালো প্রেমের আলো

জড়িয়ে থাকার কথা বলে

ছুটতে যে চাও বড়!

হৃদয়হরণ নেশায় মেতে

দুঃখবিলাস ছাড়।

মেয়ে : ছুটতে গেলেও তোমার ছায়া

জড়িয়ে রাখে তোমার মায়া,

ছাড়তে পারছি কই?

তুমিই আমার হৃদয়হরণ

নিথর দেহে এই আলোড়ন

তোমার মাঝেই রই।

ছেলে : মেঘের ভেলায় ভেসে ভেসে

কই যে হারাও অচিন দেশে,

ফিরে এসো মনের মাঝে

নানা সাজে নানা বেশে।

আমার আছো আমার বলো

লক্ষ্মী আমার বলছি শোনো

প্রেমে এমন হয়-

আমার মাঝে থাকা মানেই

আমার মাঝে লয়।

পরস্পর : ভালোবাসা, খুনসুঁটি

মান অভিমান

মুহূর্তেই নীরবতা

ভেঙে খানখান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close