কমলকলি চৌধুরী

  ২১ সেপ্টেম্বর, ২০১৮

গলুই

ছইয়ের ভেতর থেকে মুখ বাড়িয়ে কী দেখ তুমি?

গলুইখানি পড়ে আছে শূন্য, খালি!

বুকের ওমে নিষিদ্ধ প্রজাপতি পাখনা মেলে...

চাঁদ সওদাগর এলো বুঝি রকমারি পসরা নিয়ে

অথচ, লখিন্দরের রাজ্যে মনসার অভিশাপ ঘোর

শীতলপাটি বিছিয়ে বেহুলা কান্দে অবিরাম!

প্রজাপতির পাখনায় তবু লাগে রং

বিলাসী বকুল ডাল ছেড়ে উড়াল দিতে চায়

যেন বা, আকাশের তারার সাথে মিতালি তার!

ক্ষণিকের তরে শূন্যে ভাসে, অতপর

আছড়ে পড়ে কঠিন মাটির জঠরে...

ছইয়ের ভেতর থেকে উৎসুক চোখে কী দেখ তুমি?

অথচ, গলুইখানি পড়ে আছে শূন্য, খালি!

জলে কি তোমার ভয়?

জলময় এই জগতে জল কোথা বলো!

কেবল খটখটে পাথর আর শুকনো খানাখন্দ!

ছইয়ের ভেতর থেকে উঁকি মেরেই

দেখ তুমি, এসো না গলুইয়ে।

থাক না গলুইখানি খালিই পড়ে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close