আবদুর রাজ্জাক

  ০৭ সেপ্টেম্বর, ২০১৮

নির্মিলিত চোখে

তুমি ফিরে এলে শুকিয়ে যাবে

এই জলধারা

আর পতিত হবে ঝলমলে সবটুকু বিকেল।

মৃত জলাশয়ে হিড়িক পড়বে নতুন উদ্যানের

সজীবতা নিয়ে পাখি উড়ে যাবে

দূরে, আরো দূরে।

নেহারের অপলক চোখে টপটপ জল পড়বে না

অথচ নীরব চোখ বলে যাবে ঠিকই-

‘বসন্তদিন ফিরে গেছে বড় অভিমানে!’

নির্মিলিত চোখে চোখ রেখে একদিন

তুমি ফুরিয়ে গেলে

আমার বিষাদ ছুঁঁয়ে যাবে সহস্র বছর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close