সাবিনা পারভীন লীনা

  ০৭ সেপ্টেম্বর, ২০১৮

বিচ্ছিন্নতার অবিচ্ছিন্ন

গভীরের গোপনে মিশে থাকো সারাবেলা

দৃষ্টির বাইরে শ্রবণ স্পর্শের বাইরে

পারি না বিযুক্ত করতে মুহূর্তের জন্য।

গহীনের ভেতর থেকে মুখ ফিরিয়ে দেখি

পাতায় নাচে আলো, নাচে ছায়া

শান্ত জলে সবুজ নিবিড় ছবি আঁকে

ঝরে পড়া হলুদ ফুল, পাতায়

ঢেকে আছে ধূসর মাটির কোল

কিছুতেই বিযুক্ত করা যায় না।

কবিতার আখরমালার অনুভবে

সুরের নিমগ্নতায় জড়িয়ে থাকো

কী করে ছেড়ে থাকি বলো,

আপন আনন্দের এই উৎস?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close