মাহবুবুল আলম

  ০৭ সেপ্টেম্বর, ২০১৮

চলো আজ ভুলে যাই অভিমান

মনে যত অভিমান, চলো আজ তুলে রাখি

ভালোবাসার অদৃশ্য দেরাজে

ভুলের নানাবিদ রঙিন বিভ্রম

মিশে যাক সুদূরের নীলে।

গাঢ় চুম্বনে চলো, ভুলে যাই অভিমান

এখনো কিছু রাত বাকি, স্তব্দ দাঁড়িয়ে

সে শোবার ঘরে, পঞ্চমীর চাঁদ এসে

বসে আছে জানালার কাঁচে।

এই যে নক্ষত্রের রাত, চাঁদ তারাদের

ঝিলমিল হাসি, আলোর বন্যায়

ভেসে যায় শরতের মেঘ-

চলো আজ ভুলে যাই অভিমান,

বিপুল অনুরাগে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close