কেমন আছো

  ৩১ আগস্ট, ২০১৮

ফারহান হাবীব

জানলায় শোকেরা বাসা বাঁধে

চালকুমড়োর লতার মতো লকলক করে

গলার কাছে আটকে থাকে তারা।

তবু আমি কিছু বলতে চাই।

দেখা তো হলো

তবু এত অল্প সময়ের

এই আসা যাওয়ায়

শোকে নিরুদ্দেশ হওয়ার উপায় নেই কোনো।

এই ব্যকুলতা আমার মতো তোমাকে ছোঁয় কি না,

জানতে চাই।

তুমি এখন কোন আলোতে

জানলার পাশে বসে পাতাদের দেখ

জাম গাছে এলইডি বাতি

এমন পূর্ণিমায় চিকচিক করে কি,

জানতে ইচ্ছে করে।

জানতে ইচ্ছে করে

তোমার বাড়ির পেছনের গোরস্তানের খবরাখবর

গোরখোদকের মুখে এই পূর্ণিমার উঠোনে

শোকেরা কিছু বলে কি না

কেন বুকের কবর ফুঁড়ে উঠে আসতে চায়

বিগত শোকেরা।

এসব আজ রাতে জানতে চাই জানতে চাই...

তোমার হলদে বাড়ির জানলার কালো গ্লাস

বেদনার পূর্ণ ক্যানভাসে পরিণত হয়েছে

সে ক্যানভাসের এক পিঠে আমার কথা

অন্য পিঠে তোমার,

কথারা শেষ হয়েও হয় না শেষমেশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close