রুহুল আমিন বিশ্বাস রানা

  ১৭ আগস্ট, ২০১৮

জীবনের আরেক নাম যুদ্ধ

সুখের কোনো সংজ্ঞা হয় না

মনের সুখই বড় সুখ,

মনের মাধুরী দিয়ে

স্বপ্নের পৃথিবী সাজিয়ে নাও।

কল্পিত পৃথিবীটাকে

তুমি তোমারই মতো;

সেখানে রেখ না কোনো

পরশ্রীকাতরতা।

আর কল্পিত মনরাজ্যে

তুমি স্বঘোষিত সবচেয়ে

সুখী মানুষ।

যে অতীত ভালো কিছু দেয় না

তা ভুলে যাও,

আর যে অনাগত ভবিষ্যৎ

ভাবা যায় না,

তা থেকে দূরে থাক।

তোমার জীবন চন্দ্র কখনো

যদি দুঃখ-কষ্টের

মেঘমালায় বন্দি হয়ে যায়

ও আঁধার নেমে আসে,

ধৈর্য আর বিশ্বাসের প্রাচীর

তৈরি করে সেই প্রাচীরের মধ্যে

দাঁড়িয়ে থেকো, ভয় পেও না

মেঘমুক্ত হয়ে জোছনায় ভরে যাবে।

তুমি জীবনযুদ্ধের

কঠিন সৈনিক,

আর জীবনযুদ্ধের সৈনিকরা

হতাশার অতল গহ্বরে

তলিয়ে যায় না।

জীবনের আরেক নাম যুদ্ধ

আর যুদ্ধের আরেক নাম

টিকে থাকা

আর টিকে থাকার আরেক নাম

সুরক্ষা ও সাহসিকতা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close