সাজিয়া সুলতানা মিম

  ১০ আগস্ট, ২০১৮

ভালোবাসা

ভালোবাসা!

কে বলেছে ভালোবাসার দেহ নেই?

আছে! ঐ দেখো,

বন্ধ কপাটের আড়ালে জোড়া ছদ্মবেশী অগোছালো দাগ টানছে দেহে।

ভালোবাসা!

কে বলেছে ভালোবাসার চরিত্র নেই?

আছে! ঐ দেখো,

ছোটাবেলার শেখা নামতা প্রয়োগ করছে প্রেমের সংখ্যা গুণে।

ভালোবাসা!

কে বলেছে ভালোবাসার স্বপ্ন নেই?

আছে! ঐ দেখো,

জীবন্ত এক শহর, টাটকা অনুভূতির মায়াভরা প্রতিটি মুহূর্ত।

ভালোবাসা!

কে বলেছে ভালোবাসার স্মৃতি নেই?

আছে! ঐ দেখো,

সেকেন্ডে হঠাৎ কাঁপা কণ্ঠে কান্না আসবে সমস্ত আঁধারজুড়ে।

ভালোবাসা!

কে বলেছে ভালোবাসার সম্মান নেই?

আছে! ঐ দেখো,

পাঁচ আঙুলের রেখাতে পবিত্র রং আনন্দ করছে অপেক্ষাকে সাক্ষী রেখে।

ভালোবাসা!

কে বলেছে ভালোবাসার মন নেই?

আছে! ঐ দেখো,

স্বার্থপরতাকে নিহত করে বিবেক মগ্ন নবরূপ নিয়ে।

ভালোবাসা বিশ্বাসের গল্প করে জীবনের আয়নাই,

পৃথিবীর পিঠ পূর্ণ মুক্ত প্রার্থনায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close