আশিক রেজা

  ১০ আগস্ট, ২০১৮

বিষ্ণুপুর

শিরদাঁড়া সোজা রাখো, কাঁধের ওপরে রাখো শির

প্রাণপণে ভেসে থাকো, শ্বাস জারি রাখো, বিষ্ণুপুর!

জানো তো, হয়তো দেখেও থাকবে-

বর্ষায় তিনিও নাচার, আর

বর্ষা শেষে স্বয়ং তিনি চাইলেও

থাকে না বানের জল, চলে যায়!

একটু ধৈর্য ধরো, সহ্য করো খানিক-

বর্ষা, বান, নৌকা, গন্ধ, দুর্ভোগ

সাপ কিবা কাকড়া

সাময়িক, বিষ্ণুপুর, সাময়িক!

একটু কি হাসতে পারো, বিষ্ণুপুর?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close