শতাব্দী জাহিদ

  ১০ আগস্ট, ২০১৮

জীবন : ২

বলছ দূরত্বের নেশায় বুঁদ হয়ে আছি আমি

বুঁদ হয়ে আছে আমাকে ঘিরে থাকা চারপাশ!

নিভু নিভু প্রাণে অচেতন খামে সম্পর্কের চিঠিটা নিরুদ্দেশে

ঘড়ির সমান্তরাল চলে যাওয়া, সময়ের চাকায়।

বলছ এসব নিয়ে ভালোই আছি-

দূরত্বে চিঠি, তুমি না থাকার জীবন বা তোমাকে ছেড়ে আসা সময়।

কসম, তোমার অভিযোগ-অভিমান তাড়া করে; বুঁদ হয়ে থাকে-

শব্দে, গ্লাসে, বৃষ্টি মাথায়, রোদ্রের রাস্তায়, সবকিছু চুকিয়ে ফেরা বিছানায়।

বুঁদ হয়ে থাকা ভালো থাকায় মাঝে মাঝে ভাবি, কাঁদি, শব্দে আঁকি

এই যে আকাশ আলিঙ্গনে বুঁদ হয়ে থাকে মেঘ

সেও তো বৃষ্টির পাখোয়াজে ফেরে নদীতে, ভালোবেসেই ফেরে হয়তো

মিথ্যা হয়ে যায় আকাশের ঘামে, গন্ধে থাকা মেঘের সময়?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close