সাঈদ চৌধুরী

  ১৩ জুলাই, ২০১৮

যেখানে আমাকে কেউ চেনে না

বর্ণের বিষাদগুলো কবিতায় চলে এসেছে

মদ্যপ শহরের পিচঢালা পথটা কুয়াশায় ভেজা হলেও

পানির পিপাসা মেটানোর জন্য মনে হয়

সাগরের গা ঘেঁষে বসত করি

কেউ যেখানে আমাকে চেনে না

সেখানে আমি শুধু আমাকে চিনি, আমার ছায়া আমার সাথি হয়

নির্ভরযোগ্য পথ সাথি নিজের ছায়াকে নিয়ে

এগিয়ে যেতে যেতে একদা কবিতার কোলাহলে পৌঁছব

বিষাদের দেয়ালগুলো ফেটে রক্ত বের হবে

অন্ধকারাচ্ছন্ন ভালোবাসাগুলো বিষাদের তীব্রতা দেখে

অযাচিত ভালোবাসার মলম ঢালবে

সেখানে ছোট্ট একটি কলম হাতে নিয়ে

মাইলকে মাইল বড় বড় কবিতার পঙক্তি লিখব

আর্টিফিসিয়াল মানুষের মুখাবয়বগুলো ভুলে গিয়ে

নির্ঝরে শিশিরভেজা শিউলি ফুলের মতো

একটা মেয়ের পায়ে নূপুর বাঁধার অনুক্ষণে নিজেকে মিশিয়ে দেব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist