নুরি

  ২৯ জুন, ২০১৮

হাসসান আতিক

ফুল নয় টবে ভুল ফুটেছে

মস্ত বড় ভুল

চাইলেও আর পাপড়িগুলি

পারছি না ঝরাতে

ফের নুরি কেন পরতে গেলেন শাড়ি

গত মাসেও তো বলেছি আমার

বৃষ্টিরা আনাড়ি

ছাদের কোণায় বুনেছি লাউয়ের গাছ

মাচার অভাবে লতায়নি কোনো ডগা

নিষ্ফলা এই ইনবক্স শহরে

হতাশার পাটি বিছিয়ে ঘুমাই রোজ।

পিঠের পেছনে বিগলিত জোসনা

বয়সের তাপে পুড়ে গেছে জোড়া ঠোঁট

নুরি আপনার চেহারার কারুকাজ

বরফ সরিয়ে করতে চাইছি নোট।

নুরি আপনি ছোট্ট রুমের ঘুড়ি

চলেন না যাই দূরের পাহাড়ে

সেখানে সবুজ ঘন গন্ধের ঢালে

শুকাতে দেব পাঞ্জাবি-কাঁচুলি।

বিশ্বাস করো বনলতা আর

বিশ্বাস করো ভুল

বুকের অতলে ফুটেছে করুণ

রক্তভরা ফুল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist