যে নামেই ডাকি

  ২৯ জুন, ২০১৮

শাহীন রেজা

যে নামেই ডাকি জানি তুমি সাড়া দেবে

হোক তা সে পক্ষীর অথবা পুষ্পের

হোক তা সে কোনো বৃক্ষ কিংবা প্রাণীর

নামে কিইবা এসে যায়

ব্রহ্মপুত্র কিংবা তিতাসÑ নাম যাই হোক

তার অস্তিত্ব শুধু জলে আর আনন্দ বয়ে চলায়

তোমাকে যে নামেই ডাকি না কেন

তুমি নিশ্চিত বুঝে নেবে মেঘের ঘ্রাণ আর জেনে যাবে

এতো সেই বৃষ্টির আহ্বান এবং তুমি সাড়া দেবে

ভালোবাসার ধর্ম এই একটাই

জলের উচ্চারণে সে আহ্বান জানাতে পারে পর্বতকে

আর রৌদ্রের আমন্ত্রণে উড়ে যেতে পারে আটলান্টিক

অবলীলায় শরীর ভাসাতে পারে উড্ডয়নশীল ডলফিনে

ভালোবাসা সেতো মেহেদি পাতার কোণ থেকে

তীর্যক ভেসে আসা আষাঢ়ের কোনো রোদ

যার উষ্মতায় মাতাল প্রজাপতি প্রগলভ উড়ে যায় শূন্যলতায়

ভালোবাসা ডাকলেই সাড়া দেবে মায়াবী দুপুর

দিগন্তে ক্ষণিক ভাসা রংধনু আর সেই প্রাণের ঘুঙুর

যে নামেই ডাকি না কেন

শালিক তোতা টিয়া মল্লিকা অথবা মালতী

কিংবা ডাহুক ইলিশ হরিণ অথবা বাঘিনী

জানি তুমি সাড়া দেবে

ভালোবাসার একটাই ধ্বনি, ভালোবাসি ভালোবাসি

সেই ধ্বনি টানবে তোমাকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist