ফারহানা খানম

  ২২ জুন, ২০১৮

ভালোবাসি ঋভু

প্রতিটি দূরত্বই আমার কাছে অনতিক্রম্য

পদ্মফোটা জল, হাঁসের সাঁতার

এরকম মনোরম দৃশ্য আমি জানালায় বসে

উপভোগ করি

সকালের রোদ্দুরে বিলটাকে অনেক দূরের মনে হয়

প্রাতভ্রমণে পড়শিদের আলাপে

দ্রুত পাশ কাটিয়ে চলে যাই অযাচিত ব্রীড়ায়।

চা-পানের অবসরে

অন্দরের টুকিটাকি কথা কানে আসে

কখনোই সবটা জানা হয় না

এখানে সম্পর্কের দূরত্বটা বড্ড পীড়া দেয়।

চেনা মানুষের মৃত্যু সংবাদে বিচলিত হলেও

সমবেদনা জ্ঞাপনে অনীহা প্রকট

সম্পর্কের কাছে এ বড় বেশি বাহুল্য মনে হয়।

বন্ধ দরজার এ পাশে ঘণ্টার পর ঘণ্টা

অপেক্ষা করি

এক একটা নীরব প্রহর যেন তীব্র কান্নার মতো

একাকীত্বকে আরো প্রকট করে তোলে

কলিং বেলে হাত রাখায়

বড্ড ক্লান্তি আমার।

তোমার কাছে গিয়ে কখনো বলতে পারিনি

বড্ড ভালো লাগে

অথচ ভালোলাগার তেষ্টাটা দূরত্ব খুঁজে মরে।

এসব সম্পর্কের টুকিটাকি দূরত্বগুলো

ক্রমশ আমাকে দূরে সরিয়ে দিচ্ছে লোকালয় থেকে।

একদিন, ঠিক একদিন দেখো

ছেঁড়া ছেঁড়া গল্পগুলোকে জোড়া দেব

সত্যি বলছি একদিন ঠিক একদিন

সব লজ্জা ঝেড়ে ফেলে দেব

এক শহর লোকের সামনে

তোমার চোখে চোখ রেখে

জ্যামে অচল করে দেব শহরটা

খানিকটা সময় থমকে থাক এই শহর

আমাদের চোখে।

হ্যাঁ বলব টানটান করে মুখ

শুধু তোমার জন্যেই

সব দূরত্বকে অতিক্রম করব

বলব ভালোবাসি ঋভু।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist