নূর কামরুন নাহার

  ২২ জুন, ২০১৮

এখন সঙ্গোপনে সাজাই

এখন সঙ্গোপনে সাজাই নিজের মৃত্যু।

পূর্বসূরিদের মতো আমিও মৃত্যু ভালোবাসি।

লোবানে ঢেকে রেখে পূর্ব মৃত্যু, ধ্বংস, কফিন

স্তূপাকৃত অতীত, পুরাকীর্তি নষ্টমায়া

লোভী বেড়ালের মতো শুকি নতুন মৃত্যুর ঘ্রাণ।

ব্যালকনিতে জমা রাখা সুখ, দীর্ঘশ্বাস, নির্জনতা

ধুয়ে দিই মৌসুমি বৃষ্টিকণায়, অনাবাদি জলে

পূর্বসূরিদের মতো আমিও মৃত্যু ভালোবাসি,

পাপোশে পাপের ক্রিস্টালধূলি ঝেড়ে

ফিরে আসি মৃত্যু মাদকতায়, প্রসন্নসন্তাপে।

রংতার আগুনে ঝালাই করি সুখ, প্রিয়মুখ, বিস্ময়

কবিতার মলিন প্রচ্ছদে ঢাকি অবিশ্বাস পুণ্য, প্রণয়

অহর্নিশ পান করি মৃত্যুর অমৃত নীলবিষ,

পান করি নদী, শর্বরী, জ্যোৎস্না, আগুন।

নিশাচর পাখির মতো খুটে খাই অন্ধকার।

অভিশপ্ত নাবিকের মতো বারবার বৃত্তাকার

ঘূর্ণিপাকে মৃত স্কাইলার্কের মালা পরে

মৃত্যু উপত্যকায় চাটি জীবনের নোনা স্বাদ।

পূর্বসূরিদের মতো আমিও মৃত্যুর নেশারু

মৃত্যুই জাগিয়ে রাখে জীবনের বিশুদ্ধ সংরাগে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist