জোবায়ের মিলন

  ০১ জুন, ২০১৮

অমীমাংসিত মুখ

[অভিনেতা হুমায়ুন ফরীদির প্রতি শ্রদ্ধাঞ্জলি]

চোখ দেখি

এমন তীক্ষ্ম চোখ কোথায়

বিশাল আকাশ যেখানে শুয়ে পড়ে নম্রতায়?

ঠোঁটের কোণে ঝিলিক দেখি

এমন উজ্জ্বল ঝিলিক কোথায়

সূর্যের কর্নিয়া যেখানে গলে পড়ে-

কাঁচের টুকরোর মতো?

দূর-খঁচিত দৃষ্টির ভেতর পর্বত সজাগ

অব্যক্ত ভাষায় লাবণ্য কথা

হাতের কড়ে কড়ে-

বিদগ্ধ অভিজ্ঞান।

শরীর দেখি

এমন শরীর কোথায়

কাশের বন যেখানে বিছিয়ে ছিল

শীতল পাটির বিভায়, আর

সুশীল অন্তর থেকে প্রস্ফুটিত হতো বকুল বকুল

গন্ধ?

আঙুল টোকায় দেখিয়েছেন-

সরল বাক্যের গভীরেও কী অদ্ভুত সরল আঁকা যায়

নীরবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist