শার্ল বোদলেয়ার

  ১১ মে, ২০১৮

মানের আঁকা লোলা দ্যু ভ্যালেন্স

রস বোদ্ধাদের মাঝে দ্বিধার আধিপত্য

বুক পশ্চাদদেশ আর ঝলকানো দেহ,

তবু স্প্যানের লোলা তার দুষ্ট আঁচল উড়ায়Ñ

কোন জহুরি দেখেছে তার মতো জহরত আগে?*

*ঊনিশ শতকের ইম্প্রেসন্টিস্ট যুগের প্রথম দিককার ফরাসি চিত্রকর এডওয়ার্ড মানে। স্প্যানিশ একটি ব্যালে দল প্যারিসে এলে মনে দ্রুত হাতে লোলা দ্যু ভ্যালেন্সের প্রতিকৃতিটি আঁকেন। ফ্রান্সিসকো গোইয়ার আঁকা ডাচেস অফ এলবা’র ভঙ্গিতে এই চিত্রটি তিনি আঁকেন। লোলা’র রঙিন পোশাক, ঝলমলে চুমকি, কারুকাজ এই ছবিকে জমকালো সৌন্দর্য দিয়েছে। বন্ধুর আঁকা এই ছবিটি বোদলেয়ারকে খুব টেনেছিল। এই চিত্রকলাটি নিয়ে বোদলেয়ারের চার লাইনের কবিতা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist