reporterঅনলাইন ডেস্ক
  ১১ মে, ২০১৮

নিজেই নিজের বস হোন

বইটি সে সমস্ত স্বাধীনচেতা মানুষের জন্য যারা শৃঙ্খলিত জীবন থেকে মুক্তি চান। যারা নিজের মতো করে বাঁচতে চান, সুখ আর সাফল্যের জন্য উদগ্রীব। যারা নিজের ভাগ্যের পরিবর্তন করে নিজেই নিজের বস হতে চান তাদের জন্য এই বই। যারা নামকরা পেশাজীবী, বড় ব্যবসায়ী, উচ্চ বেতনে চাকরিজীবী বা বড় লোকের সন্তান নন। সাধারণ মানুষ। কিন্তু সাধারণ মানুষ হলেও তাদের আকাক্সক্ষা এবং স্বাধীন জীবনবোধ বিশাল এবং অসাধারণ। লেখকের জীবন থেকে নেওয়া বাস্তব অভিজ্ঞতার আলোকে লেখা এই বইটির প্রতিপাদ্য তাদের জীবন-জীবিকা র্নিমাণে কাজে আসবে।

বইয়ে এমন কিছু তথ্য ও কৌশল সহজ ভাষায় পরিবেশন করা হয়েছে, যা শুধু অল্পসংখ্যক সফল শেয়ার বিনিয়োগকারী শেয়ার ট্রেডারগণ জানেন এবং ব্যবহার করে নিয়মিত লাভবান হোন। সাধারণ মানুষ বা সাধারণ শেয়ারব্যবসায়ীদের এসব জ্ঞান ও কৌশল থেকে রাখা হয় যাতে সাধারণের বিনিয়োজিত অর্থে ওই স্বল্পসংখ্যক ব্যক্তি তাদের অর্জিত বিশেষ জ্ঞান ব্যবহার করে নিয়মিত

লাভবান হোন।

পাঠকদের সুবিধার্থে বইটিকে লেখক দুই ভাগে করে রচনা করেছেন। প্রথমভাবে শেয়ার ও বিনিয়োগসংক্রান্ত বিষয়গুলো সহজ ভাষায় পর্যাপ্ত আলোচনা করেছেন। যাতে একজন সাধারণ মানুষ- যার শেয়ার, শেয়ারবাজার, বিনিয়োগ ইত্যাদি বিষয়ে কোনো পূর্বজ্ঞান নেই, তিনি বইটি পড়ে খুব সহজে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে পারবেন। দ্বিতীয় অধ্যায় লেখক আলোচনা করেছেন শেয়ারব্যবসা দীর্ঘমেয়াদি সাফল্য অর্জনের জন্য ব্যবহারিক দিকনির্দেশনা, প্রচলিত কৌশল এবং লেখকের অভিজ্ঞতালব্ধ বিশেষ জ্ঞান ও কৌশলসমূহ যা অল্পসংখ্যক সাফল্যবান শেয়ার ট্রেডারদের মাঝেই সীমাবদ্ধ। কখনোই সাধারণ শেয়ারব্যবসায়ীদের বা বিনিয়োগকারীদের এই কৌশল জানানো হয় না।

বইটি ভালোভাবে পড়ার পরে একজন মানুষ তার জীবনের অর্থনৈতিক সাফল্য অর্জনের ক্ষেত্রে শেয়ারব্যবসাকে তার বিশ্বস্ত সঙ্গী নির্বাচন করতে পারবেন। সবচেয়ে আকর্ষণীয় ও সুখের বিষয় হলো, শেয়ারব্যবসা করার জন্য কারো অন্যকোনো কাজ বা পেশাকে ছাড়তে হয় না। একজন চাকরিজীবী, একজন গৃহিণী, একজন ছোট ব্যবসায়ী অথবা একজন ছাত্র তার অবসর সময়ে সচেষ্ট হলে সহজেই শেয়ারব্যবসায় অংশ নিতে পারেন এবং এই বইয়ে বর্ণিত কৌশলসমূহ অবলম্বন করে অব্যাহতভাবে লাভবান হতে পারবেন।

বইটির দুটি অধ্যায় যারা পড়বেন তারাই বুঝতে পারবেন বইটির গুরুত্ব কতটুকু। শেয়ার ব্যবসার খুঁটিনাটিসহ নানা দিক নিয়ে এই বই। নাম ‘বি ইউর ওন বস’ শেয়ারব্যবসায় লাভজনক বিনিয়োগের অব্যর্থ কৌশল। প্রবাসী লেখক মিজান রহমানের এই বইটি বাজারে এসেছে গত একুশে গ্রন্থমেলায়।

-সাহিত্য সাময়িকী ডেস্ক

বি ইউর ওন বস : মিজান রহমান

সহযোগ : মামুন আহমেদ

প্রকাশক : আলোঘর

প্রচ্ছদ : শতাব্দী জাহিদ

মূল্য : ২৫০ টাকা

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist