reporterঅনলাইন ডেস্ক
  ০৬ এপ্রিল, ২০১৮

কলহান্তরিতা

ভোররাতে বুননে বুননে বুনছিলাম

আমাদের পবিত্র সঙ্গম,

জোছনারাতের শিশির তখন ধুয়ে দিচ্ছিল

আমাদের যৌথ সকাল,

জানালা খুললেই দেখা যাচ্ছিল পাতার ভেতর থেকে

মুখ তুলে শিস দিচ্ছে খয়েরি শালিক।

এইভাবে তোমার কথা জাস্ট লিখতে যাচ্ছি যখন

আনমনে আঙুলে চোখ চলে গেল,

সম্বিত ফিরতেই ভাবছিলাম, কে পরাল শরীরের এমন

পাল্টাপাল্টি পাঠ?

ভাবছিলাম ভোর ভোর লিখে রাখব ভোরের এই

কারুময় আবাহনী,

রেণু রেণু এই আলোর উড়ান।

থরো থরো কাঁপছিল অক্ষরের পাপড়িগুলো!

আড়াল আর নেই তুমি কলহান্তরিতা

চোখ রেখে বললে, ‘স্নান সারাটা জরুরি!’

অস্নাত কুহোর তখন পাগল হয়ে তোমাকেই ডাকছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist