একটি নস্টালজিক বিকেল

  ২৬ জানুয়ারি, ২০১৮

কিসিঞ্জার ভূঁইয়া

ভাবনার মাঝেই বিকেল নামে, ঘর্মাক্ত বিকেল।

বিকেলের জানালা খুলে আমার চাতক মন চেয়ে থাকে

স্পর্শ করি ভাবনাকে।

বিকেলের হাওয়ায় আমার নিঃশ্বাস!

আমি আমার ছায়া দেখতে পাই

চোখের ভেতরে লুকিয়ে আছে মুগ্ধপ্রতিচ্ছবি

আমি অবাক হই, শিহরিত হই!

আজ আমি দগ্ধ, মুগ্ধ আগুনে!

জানালা খুললেই মুগ্ধতাপোড়া গন্ধ ভেসে আসে

আমি ভাবনা থেকে ফিরে আসি

দেখি কোনো এক বাগদত্তার বিশুদ্ধ

মুগ্ধতার দহনে দগ্ধ আমি!

বিশ্বাস করো-

এই পোড়া গন্ধের মাঝেও আমার চোখে

সেই প্রাগৈতিহাসিক মুগ্ধতা, সরলতা।

তুমি কি ইদানীং বদলে গেছো?

নইলে তোমার স্মৃতির আগুন

কেন আমি স্পর্শ করি না!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist