এ কে বোরহানউদ্দিন

  ১৯ জানুয়ারি, ২০১৮

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন

তুমি এলে পিতা

দীর্ঘ নয় মাস ষোলো দিন পর আজ,

গর্ভধারিণী বাংলা মায়ের কোলে।

কত অপেক্ষা আর বিনিদ্র রজনী!

সদ্যজাত, তোমার জন্ম হলো যেন দ্বিতীয়বার!

প্রথম জন্ম সতেরই মার্চ, ১৯২০ সাল;

দ্বিতীয় জন্ম, দশই জানুয়ারি ১৯৭২ খ্রিস্টাব্দ।

একটি জননীর কোল, অপরটি মাতৃকোল।

জননীর কোলে তুমি খোকা, শেখ মুজিবুর রহমান

আর মাতৃকোলে তুমি জাতির পিতা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

কৃষকের ফসল ঘরে এলো,

জেলেরা মাছ তুলে নৌকায় নিল,

কামারের দগ্দগে আগুনে

তৈরি হলো কাস্তে-কোদাল,

ছাত্র ফিরে গেল শিক্ষালয়ে,

শিক্ষকের চোখেমুখে হাসি।

অসংখ্য মুক্তিযোদ্ধা ‘জয় বাংলা’ উচ্চারণে

অস্ত্র পরিত্যাগ করে জমা দিল তোমার সম্মুখে

নিতে তোমার পদধূলি।

বীরাঙ্গনাদের পিতা হয়ে হাসপাতালে

নাম লেখালে শেখ মুজিবুর রহমান!

শ্রমিক ফিরে গেল কারখানায়।

কতো শতো মায়েরা মানত রোজায়

ইফতার করলো দিবস শেষে।

তাঁতিদের তাঁতের শব্দে আবার

পাড়াগুলো সতেজ হলো।

বেহারারা পালকি করে গান গেয়ে যায়

হেইও হো হেই হো হেইয়া...।

প্রকৃতির এক নৈসর্গিক ফুল ও ফলে

বাংলা ভরে উঠলো হয়ে গেল গৌরবের।

কখনো নজরুল, রবীন্দ্রনাথ, জীবনানন্দ কিংবা জসীম উদ্দীন

আরো কতোজন...।

সবার ওপরে তোমার দান

এক নাম এক দেশ

শেখ মুজিবের বাংলাদেশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist