বিজ্ঞান ডেস্ক

  ০২ জুলাই, ২০১৭

ধেয়ে আসছে গ্রহাণু!

আয়ারল্যান্ডের একজন নেতৃত্বস্থানীয় astrophysicist সতর্ক করেছেন যে, একটি গ্রহাণু শিগগিরই পৃথিবীর ওপর পতিত হবে এবং সমগ্র বিশ্বের এই বিষয়ে প্রস্তুত থাকা জরুরি। অ্যালেন ফিজিসিমমন্স বলেন, এটি এমন একটি ঘটনা, যখন একটি গ্রহাণুর সংঘর্ষের ঘটনা ঘটবে। ৩০ জুন বিশ্বব্যাপী গ্রহাণু দিবসের অনুষ্ঠানের আয়োজনকে কেন্দ্র করে এই হুমকির কথা জানানো হয়। এটি কেবল সময়ের ব্যাপার বলেও তিনি জানান। ১৯০৮ সালের এই দিনে, সাইবেরিয়ার তুকুস্কা থেকে একটি ছোট গ্রহাণু বিস্ফোরিত হয় এবং ৮০০ বর্গমাইল এলাকা বিধ্বস্ত হয়। আজকের পৃথিবীতে এমন একটি অপ্রত্যাশিত স্ট্রাইক খুব সহজেই একটি বড় শহর ধ্বংস করে দিতে পারে এবং বৃহত্তর গ্রহাণু আরো বিপজ্জনক হতে পারে বলে ফিজিসিমমন্স সতর্ক করে দিয়েছেন। কুইন ইউনিভার্সিটি বেলফাস্ট কর্তৃক প্রকাশিত একটি বিবৃতিতে ফিজিসিমমন্স বলেন, এটি জানা গুরুত্বপূর্ণ যে, বিজ্ঞানী এবং প্রকৌশলীরা পৃথিবীর সন্নিকটে অনেক গ্রহাণু শনাক্ত করেছে এবং তাদের দ্বারা উত্থাপিত হুমকি বোঝার জন্য উদ্দীপ্ত করেছে। এখন পর্যন্ত ১,৮০০-এর বেশি সম্ভাব্য বিপজ্জনক বস্তু আবিষ্কৃত হয়েছে, কিন্তু এখনো অনেক কিছু পাওয়া যেতে পারে।

জ্যোতির্বিজ্ঞানীরা প্রতিদিনই পৃথিবীর আশপাশে গ্রহাণু খুঁজে পান এবং এর বেশিরভাগই নিখুঁত হয়। এরা কোনো ক্ষতি করে না। তবে পরবর্তীতে টাঙ্গুস্কা আমাদের অবাক করে তুলতে পারে এবং যদিও আমরা বৃহত্তর গ্রহাণু খোঁজার ক্ষেত্রে অনেক ভালো, তবে আমরা যদি কোনো প্রস্তুতি না নিই, তাহলে তাদের সম্পর্কে কিছু করা যাবে না। ৩০ জুন লাক্সমেজমে এই বিষয়ে আলোচনা এবং উপস্থাপনা লাইভ ফ্ল্যাশ হবে। এখানে অন্যান্য মহাকাশচারী এবং বিশেষজ্ঞদের সঙ্গে ফিজিসিমমন্স যোগদান করবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist