বিজ্ঞান ডেস্ক

  ০২ জুলাই, ২০১৭

পৃথিবীকে বাঁচাতে সময় মাত্র তিন বছর!

জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে চলমান তাপমাত্রা বৃদ্ধির আত্মঘাতী সর্বনাশ থেকে পৃথিবীকে বাঁচাতে চাইলে মানবজাতির হাতে আর মাত্র তিন বছর সময় আছে। এ কথা বলেছে বিখ্যাত সাময়িকী নেচার।

পরিবেশ, জলবায়ু ও প্রাকৃতিক পরিবেশ বিষয়ে খ্যাতিমান এই পত্রিকা সম্প্রতি বিজ্ঞানী ও গবেষকদের বরাতে জানায়, গ্রিনহাউস গ্যাসের নির্গমন ইতিবাচক হারে কমিয়ে আনার কাজ শুরু করতে এখন আর মাত্র তিন বছর সময় হাতে আছে। এ সময়সীমার মধ্যে কার্বন ডাই-অক্সাইড গ্যাসের নির্গমন কমানো না গেলে প্যারিস ঘোষণায় বিশ্বের তাপমাত্রা নিয়ন্ত্রণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, তা কার্যত অসম্ভব হয়ে পড়বে। একই সঙ্গে পরিস্থিতি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন আর পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির নিরিখে আগামী ২০২০ সাল খুবই গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে। নেচারে প্রকাশিত ওই প্রতিবেদনে বিশ্বের নামিদামি ৫০ বিজ্ঞানী স্বাক্ষর করেছেন। প্রতিবেদনে বিজ্ঞানীরা তাদের আশঙ্কার পক্ষে প্রমাণাদিসহ বিশ্বের সব রাষ্ট্রপ্রধান ও নেতাদের কাছে আর্জি করেছেন, তারা যেন এর থেকে মুখ ঘুরিয়ে না রাখেন। এতে আরো বলা হয়, জৈবচক্রের সব ক্ষেত্রে ধ্বংস সাধনের সূচনা শুরু হয়ে গেছে। আর্কটিক অঞ্চলে সঞ্চিত বরফ ভান্ডার উষ্ণতার কারণে হারিয়ে গেছে। আর ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে সাগরের প্রবাল প্রাচীরগুলোও বিনাশ হয়ে যাচ্ছে। গ্রিনহাউস গ্যাসের উদগিরণ যদি চলমান মাত্রায় থাকে, তবে এত পরিমাণে কার্বন তৈরি হবে যে আগামী ৪ থেকে ২৬ বছর সময়কালের মধ্যে বিশ্বের তাপমাত্রা দেড় থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। এ রকম পরিস্থিতি হলে তা বিশ্বের মানুষসহ অপরাপর জীবগজতের জন্য ভয়াবহ পরিস্থিতি নিয়ে আসবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist