জাবি প্রতিনিধি

  ১৬ ডিসেম্বর, ২০১৭

জাবিতে তিন দিনের বিজয় মেলা শুরু

‘তুমি গর্ব আমার, আমার অহঙ্কার’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী ‘বিজয় মেলা ২০১৭’। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চত্বরে জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেনÑস্বাধীন, স্বার্বভৌম বাংলাদেশের ৪৬ বছরের অর্জন অনেক গৌরবের। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ এখন অনেক সম্ভাবনার দেশ। তিনি আরো বলেন, মেলার মাধ্যমে আমাদের ঐতিহ্যকে সম্মানে উপস্থাপন করতে হবে। আমরা আশা করি, এ উদ্যোগ সফল হবে এবং ভবিষ্যতে আরো বর্ণের বৈচিত্র্যে মুখর হবে।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ শেখ মো. মনজুরুল হক, ছাত্রকল্যাণ ও পরামর্শ কেন্দ্রের পরিচালক অধ্যাপক রাশেদা আখতার, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদ প্রমুখ। মেলা চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। মেলা ছাড়া উক্ত তিন দিন ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে সেলিম আল দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন আলোকচিত্র প্রদর্শনী চলছে। গতকাল সকালে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এ প্রদর্শনী উদ্বোধন করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist