চট্টগ্রাম ব্যুরো

  ২৪ নভেম্বর, ২০১৭

বিভাগীয় শ্রম আদালত স্থানান্তরের দাবি

চট্টগ্রাম বিভাগীয় শ্রম আদালতকে চট্টগ্রাম আদালত ভবনে স্থানান্তরের দাবি জানিয়েছে আইনজীবীদের একটি সংগঠন। গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালত চত্বরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে এ দাবি জানিয়েছে ‘বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি’ নামের সংগঠনটি।

নগরীর কাতালগঞ্জ এলাকায় গণপূর্ত বিভাগের একটি বাড়িতে শ্রম আদালতের কার্যক্রম পরিচালিত হয়। সম্প্রতি সেখানে গণপূর্ত বিভাগ ভবন নির্মাণের উদ্যোগ নিলে তা পাঁচলাইশ এলাকায় শ্রম আদালতের চেয়ারম্যানের বাসভবনে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি সুস্বপন কৃষ্ণ বিশ্বাস বলেন, চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রায় ৫০ লাখ শ্রমিকের আইনগত অধিকার পাওয়ার জন্য দুটি শ্রম আদালত আছে। শ্রম আদালতে এক হাজার ৬০০ মামলা বিচারাধীন থাকলেও দুইজন চেয়ারম্যানের বিপরীতে মাত্র একজন চেয়ারম্যান দিয়ে বিচারিক কাজ পরিচালিত হয়। তাও সপ্তাহে দুই দিন। চট্টগ্রাম আদালত ভবনে অনেক এজলাস খালি রয়েছে। এ অবস্থায় চেয়ারম্যানের বাসভবনে কোনোভাবেই বিচারিক কার্যক্রম পরিচালিত হতে পারে না।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জহীর উদ্দিন মাহমুদ, নগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist