খুলনা প্রতিনিধি

  ১৯ নভেম্বর, ২০১৭

আধুনিক সিসিইউ দাবি খুলনা জেনারেল হাসপাতালে

দেড় শ শয্যার খুলনা জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার পাশাপাশি আধুনিক সব ধরনের চিকিৎসা সেবার উপযোগী একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন নগরীর সচেতন নাগরিকরা। গতকাল শনিবার দুপুরে হাসপাতালের সামনে খুলনা জেনারেল হাসপাতাল উন্নয়ন ও অসহায় দুস্থ রোগীদের সেবামূলক সংস্থা এবং একুশে সামাজিক সংগঠনের উদ্যোগে এ লক্ষ্যে একটি মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে খুলনা জেনারেল হাসপাতাল উন্নয়ন ও অসহায় দুস্থ রোগীদের সেবামূলক সংস্থার সভাপতি এবং একুশে সামাজিক সংগঠনের চেয়ারম্যান মো. আরাফাত হোসেন পল্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও মহানগর যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আনিসুর রহমান পপলু।

মানববন্ধনে বক্তারা খুলনা জেনারেল হাসপাতালকে ১৫০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ, আইসিইউ ও সিসিইউ ইউনিট চালু, পর্যাপ্ত চিকিৎসক, নার্স, কর্মচারী ও জনবল বৃদ্ধি, সিসি ক্যামেরা অন্তর্ভুক্তকরণ, ডায়াগনস্টিক ব্যবসার অবৈধ কমিশন বন্ধ, জরুরি বিভাগ থেকে রোগী অন্য হাসপাতালে পাঠানো বন্ধ, রোগীদের স্বাস্থ্যকর খাবার পরিবেশনসহ ২৪ ঘণ্টা সার্জারি এবং পৃথক গাইনি অপারেশন থিয়েটার চালু রাখার দাবি জানান। মানববন্ধনে আরো বক্তব্য দেন খুলনা শ্রমিক ইউনিয়নের (১২১২) সভাপতি নাসির উদ্দিন খান, খুলনা ইট-বালু সমিতির সভাপতি শেখ রফিকুল ইসলাম, একুশে সামাজিক সংগঠনের জেনারেল সেক্রেটারি মিঠুন বিশ্বাস, একুশে সামাজিক সংগঠনের নেতা অঞ্জন মন্ডল, শাহাদাৎ ইসলাম, মো. আবু সাঈদ খান, আলাউদ্দিন মিঠুন, অমিত সরকার গণেশ প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist