প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৩ নভেম্বর, ২০১৭

স্ত্রী হত্যা : দুই স্বামীর যাবজ্জীবন

গাইবান্ধা ও চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কাদাদ- দেন আদালত। প্রতিনিধিদের পাঠানো খবর

গাইবান্ধা: গাইবান্ধায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে বাবলু সরকার নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার সিনিয়র জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা এ রায় দেন।

মামলার বিবরণে জানা গেছে, গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামে পারিবারিক কলহের জেরে ২০১২ সালের ২৩ ফেব্রুয়ারি বাবলু মিয়া ঝগড়াঝাটির এক পর্যায়ে স্ত্রী মনোয়ারা খাতুনকে শ্বাসরোধে হত্যা করেন। দীর্ঘ শুনানি শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত বাবলু মিয়াকে যাবজ্জীবন কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদন্ডের আদেশ দেন। মামলার অন্য দুজন আসামি আমীর উদ্দিন ও মোনারুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়। সরকারপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফি।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে প্রথম স্ত্রীর সহায়তায় দ্বিতীয় স্ত্রীকে মারপিট করে হত্যার দায়ে খাইরুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ডসহ ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে তিন মাস কারাদন্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর ধারায় তাকে আরো পাঁচ বছর সশ্রম কারাদন্ড, পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। উভয় সাজা একত্রে কার্যকর হবে। ওই হত্যায় সহায়তার দায়ে তার প্রথম স্ত্রী জুলেখাকে তিন বছর সশ্রম কারাদন্ড, পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ জিয়াউর রহমান আসামিদের উপস্থিতিতে এই রায় দেন। দন্ডিত খাইরুল ইসলাম জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুরের মৃত শের মোহাম্মদের ছেলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist