নিজস্ব প্রতিবেদক

  ২১ সেপ্টেম্বর, ২০১৭

রোহিঙ্গা সংকট

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে মিডিয়া সেল গঠন

রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ ও কর্মকান্ড সম্পর্কে গণমাধ্যমে তথ্য সরবরাহ করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে একটি মিডিয়া সেল গঠন করা হচ্ছে। গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। প্রতিদিন বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে এই মিডিয়া সেল থেকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রেস ব্রিফিং করা হবে। আজ বৃহস্পতিবার থেকে এই মিডিয়া সেল কার্যক্রম শুরু করবে। একই সঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি সাংবাদিকদের গাইড করার জন্য বিমানবন্দরে একটি হেল্পলাইন চালু করা হবে।

রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসন কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য সরকার নানা পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মামুন-অর-রশীদ বলেন, ‘সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে শরণার্থীদের বিভিন্ন চাহিদার বিষয়ও সামনে চলে আসছে। সেসব সমস্যার সমাধান, সুষ্ঠুভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং গণমাধ্যমে সংবাদ সরবরাহের জন্যই এই মিডিয়া সেল।’

সভায় কবির বিন আনোয়ার বলেন, রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে প্রতি মুহূর্তের ফলোআপ বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাওয়া প্রধানমন্ত্রীকে জানানো হচ্ছে।

একই সঙ্গে প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনা অনুযায়ী মেডিক্যাল টিম গঠন, বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল স্থাপন, পয়ঃনিষ্কাশনের জন্য টয়লেট ও খাবারের জন্য ফুড গুদাম নির্মাণ এবং এতিম শিশুদের চিহ্নিত করে তাদের আলাদা রাখার ব্যবস্থাসহ নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist