বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

  ১৯ সেপ্টেম্বর, ২০১৭

৪ চাল ব্যবসায়ীকে আড়াই লক্ষাধিক টাকা জরিমানা

নাটোরের সর্ববৃহৎ চালের মোকাম গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারে চলছে অসাধু ব্যবসায়ীদের রমরমা ভোক্তা ঠকানো ব্যবসা। মোটা চাল চিকন করে মিনিকেট নামে বাজারজাতকরণ, প্রতি বস্তায় ৪০০-৫০০ গ্রাম চাল ওজনে কম দেওয়া, অবৈধভাবে ট্রেড মার্কা ব্যবহার, বস্তায় উৎপাদনের তারিখ ও বিক্রয়মূল্য লেখা না থাকা মজুদ করে অতি মুনাফায় বিক্রির অভিযোগে চার চাল ব্যবসায়ী আড়াই লক্ষাধিক টাকা জরিমানা গুনলেন। গতকাল সোমবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাজ্জাকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দুই লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোর্তজা খান, র‌্যাব-৫-এর এএসপি (সিপিসি-২) শেখ মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা খাদ্যনিয়ন্ত্রক মো. মনিরুল ইসলাম, জেলা বাজার কর্মকর্তা মো. নূর মোমেন, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রইসউদ্দির সরকারসহ এক প্লাটুন র‌্যাব সদস্য। নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাজ্জাকুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতে দোষী সততা এন্টারপ্রাইজের মালিক মো. রায়হানউদ্দিনকে ৭০ হাজার, চৌধুরী ট্রেডার্সের কিশোর কুমার চৌধুরী ও জাহাঙ্গীর অটো রাইস এজেন্সির মালিক মো. জাহাঙ্গীর আলম প্রতিজনকে ৫০ হাজার টাকা এবং ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক হাজি আলমগীর কবিরকে এক লাখ টাকা জরিমানা করা হয়। র‌্যাবের এএসপি শেখ আনোয়ার হোসেন জানান, কেউ চালের বাজার নিয়ে চালবাজি করার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist