reporterঅনলাইন ডেস্ক
  ২০ আগস্ট, ২০১৭

শোক দিবস উপলক্ষে কৃষি মন্ত্রণালয়ের আলোচনা সভা

স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সম্প্রতি ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ মো. গোলাম মারুফ। আলোচনা অনুষ্ঠানে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. মোশারফ হোসেন।

আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনাদর্শ ও ১৫ আগস্ট কালরাতে তার পরিবারের সব সদস্যদের নির্মমভাবে হত্যার সঙ্গে যারা জড়িত তাদের কার্যকলাপ এবং ইতিহাস বিস্তারিতভাবে তুলে ধরেন। বক্তারা বলেন, ‘১৫ আগস্টের শোককে আমরা শক্তিতে পরিণিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব।’ তারা আরো বলেন, ‘জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নের রোলমডেল হিসেবে ইতোমধ্যে বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আরো সামনে এগিয়ে যাব আমাদের অভীষ্ট লক্ষ্যমাত্রা অর্জনে।’ অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের সদস্যসহ সব শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কৃষি মন্ত্রণালয়াধীন বিভিন্ন সংস্থার প্রধান, বিজ্ঞানী, বিশেষজ্ঞ, কর্মকর্তা ও কর্মচারীরা আলোচনা এবং দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist