সিলেট প্রতিনিধি

  ১৭ আগস্ট, ২০১৭

পুলিশ পেটানো ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

জাতীয় শোক দিবসের দিন নগরের রিকাবিবাজারে পুলিশ সদস্যকে পেটানো সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। তার নাম তানভীর কবির চৌধুরী সুমন। তিনি

মহানগর ছাত্রলীগের দফতর সম্পাদক। গতকাল বুধবার সুমনসহ আরো ৭-৮ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছে পুলিশ। আহত পুলিশ সদস্য সফি আহমদ সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মূসা।

পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রিকাবিবাজার নূরী রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। জাতীয় শোক দিবস উপলক্ষে ওই এলাকায় কর্মরত ছিলেন পুলিশ কনেস্টবল সফি আহমদ। তিনি নূরী রেস্টুরেন্টে নাস্তা করে বিল দিতে কাউন্টারে যান। এ সময় কাউন্টারের সামনে ম্যানেজারের সঙ্গে তানভীর কবির চৌধুরী সুমন ও তার সহযোগীদের কথা-কাটাকাটি হয়। ছাত্রলীগ নেতাকর্মীরা এ সময় ম্যানেজারকে বলে ‘শোক দিবসের কর্মসূচি পালন করে নাস্তা করতে এসেছি, তাই তারা বিল দেব না।’ এ নিয়ে ম্যানেজারের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। শফি আহমদ ঝগড়া না করে তার বিল রাখার জন্য বললে আচমকা ছাত্রলীগের নেতাকর্মীরা তার ফের হামলা চালায়। এ সময় তাকে চড়-থাপ্পড় মারতে থাকে। নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিলেও তিনি রেহাই পাননি। এ দৃশ্য রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে বলে জানান শফি। কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আমরা অপরাধীদের ধরার জন্য চেষ্টা চালাচ্ছি।

এ ব্যাপারে সিলেট মহানগর ছাত্রলীগের দফতর সম্পাদক তানভীর কবির চৌধুরী সুমনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist