নিজস্ব প্রতিবেদক

  ১৭ আগস্ট, ২০১৭

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ত্রাণ যেন প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছায়

বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে যাতে ত্রাণ পৌঁছায় তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেলে তাকে এ আহ্বান জানান রাষ্ট্রপ্রধান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতি তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী দেশের বন্যা পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ ছাড়া দেশে সার্বিক পরিস্থিতি সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন।

প্রধানমন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করেছে। দেশে পর্যাপ্ত খাদ্যশস্যের মজুদ রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা দেওয়ার কথাও বলেন শেখ হাসিনা। রাষ্ট্রপতি বন্যার্ত মানুষের কষ্ট লাঘবে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার পরামর্শ দেন।

রাষ্ট্রপতি বলেছেন, ত্রাণ সামগ্রী যাতে প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছায়।

তা নিশ্চিত করতে হবে, বলেন প্রেস সচিব।

মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল সরোয়ার হোসেনও এ সময় উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist