বগুড়া প্রতিনিধি

  ১৪ আগস্ট, ২০১৭

‘তুফানকান্ডে’ দেশের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে : রিয়াজুল

বগুড়ায় শ্রমিক লীগ নেতা তুফান সরকারের কান্ডে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। গতকাল রোববার বগুড়ায় ‘নারীর প্রতি সহিংসতা সাম্প্রতিক ঘটনাবলি ও উত্তরণের উপায়’ শীর্ষক মতবিনিময় সভায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ সময় বগুড়ায় কিশোরী ধর্ষণ এবং পরে কিশোরী ও তার মাকে মাথা ন্যাড়া করে দেওয়ার হোতা শ্রমিক লীগ নেতা তুফান সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন রিয়াজুল হক।

তিনি বলেন, ‘বাংলাদেশ এখন অনেক দূর এগিয়ে গেছে এবং আরো এগিয়ে যাবে বলে আমরা আশা করি। যে গোষ্ঠীর কারণে, যাদের কারণে এই জাতীয় ঘটনা ঘটছে তাদের শাস্তি নিশ্চিত করে দেশের স্বার্থকে আমাদের রক্ষা করতে হবে।’

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সঞ্চালনা করেন বগুড়ার জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী। সভায় অংশ নেওয়া বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থী নানা অপকর্মের হোতা কিশোরী ধর্ষক তুফান সরকারকে আগে কেন পুলিশ গ্রেফতার করেনি তা নিয়ে জরালো প্রশ্ন উত্থাপন করেন। ওই শিক্ষার্থী ক্ষুব্ধকণ্ঠে বলে ‘আমরা কোনো ঘটনা ঘটলেই কেবল পুলিশ ও মিডিয়ার লোকজনদের লাইট, ক্যামেরা নিয়ে সরব হতে দেখি। তুফানের বিরুদ্ধে মামলা থাকলেও পুলিশ কেন আগে তাকে গ্রেফতার করেনি, কেন সাংবাদিকরা আগে তাকে নিয়ে লেখেনি? যদি তাকে আগে গ্রেফতার করা হতো, তাহলে সে এসব অপকর্ম করার সাহস পেত না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist