আদালত প্রতিবেদক

  ০৯ আগস্ট, ২০১৭

হাইকোর্টের রুল

আইন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ কেন অবৈধ নয়

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে আবু সালেহ শেখ মো. জহিরুল হককে চুক্তিভিত্তিক নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীরের হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল মঙ্গলবার এই রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মাদ আলী।

এর আগে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে আবু সালেহ শেখ মো. জহিরুল হককে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার বৈধতা চ্যলেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আশরাফ উজ জামান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন। অবসর-উত্তর ছুটি বাতিল করে আরো দুই বছরের জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব পদে আবু সালেহ শেখ মো. জহিরুল হককে গত ৬ আগস্ট চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। পরের দিন ৭ আগস্ট তিনি সচিব হিসেবে যোগদান করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist