নিজস্ব প্রতিবেদক

  ০৯ আগস্ট, ২০১৭

মনিরুল ইসলাম বললেন

দেশে বড় হামলার শক্তি জঙ্গিদের নেই

দেশে বড় কোনো হামলার শক্তি জঙ্গি সংগঠনগুলোর নেই বলে দাবি করেছেন পুলিশের কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেছেন, তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হয়েছে। হামলার শক্তি হারিয়ে ফেলেছে তারা। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় শক্তি হারিয়ে ফেলছে জঙ্গিরা।

গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) উদ্যোগে স্পোকেন ইংলিশ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ক্র্যাবের সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান, ক্র্যাবের সাধারণ সম্পাদক সারোয়ার আলম, ডিআরইউ সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী, বিডি ইয়ং স্টারজ’র পরিচালক সাব্বির সরকারসহ অনেকে।

মনিরুল ইসলাম বলেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। পৃথিবীর এমন কোনো দেশ নেই যারা বলতে পারবে, তাদের দেশে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। সেই তুলনায় বাংলাদেশ এগিয়ে। ইতোমধ্যে দেশে বিভিন্ন অভিযানের মাধ্যমে জঙ্গি সংগঠনগুলোর শক্তি নষ্ট করে দেওয়া হয়েছে। সুতরাং, দেশে বড় কোনো জঙ্গি হামলার শক্তি জঙ্গি সংগঠনগুলোর নেই।

নিখোঁজদের বিষয়ে তিনি বলেন, যারা নিখোঁজ হচ্ছে তাদের খুঁজে বের করতে আমরা কাজ করছি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যদি নিখোঁজ কেউ জঙ্গিবাদে জড়িত থাকে এবং তারা যদি বিদেশেও থাকে, তবে ইন্টারপোলের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হবে।

গুলশানে হলি আর্টিজান মামলার চার্জশিট প্রসঙ্গে মনিরুল বলেন, এই ঘটনায় গ্রেফতার একজন গুরুত্বপূর্ণ আসামি এখনো রিমান্ডে। তার রিমান্ড শেষ হলে হলি আর্টিজান হামলার চার্জশিট দেওয়ার বিষয়ে অগ্রগতি হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist