আদালত প্রতিবেদক

  ০৯ আগস্ট, ২০১৭

যুদ্ধাপরাধ

খুলনার ৮ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত

একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় খুলনার আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রাজধানীর ধানম-ির কার্যালয়ে গতকাল মঙ্গলবার প্রতিবেদনটির সারসংক্ষেপ তুলে ধরেন তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক। এরা হলেন- আমজাদ হোসেন হাওলাদার (৭৫), মোজাহার আলী শেখ (৬৫), সহর আলী সরদার (৬৫), আতিয়ার রহমান (৭০), মোতাছিম বিল্লাহ (৮০), কামাল উদ্দিন গোলদার (৬৬), নজরুল ইসলাম (৬০) ও আশরাফ শেখ (৮০)।

সানাউল সাংবাদিকদের বলেন, এই আটজনের বিরুদ্ধে অবৈধ আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও হত্যার চারটি অভিযোগ আনা হয়েছে। সাত খ-ের এক হাজার ২৭ পাতার তদন্ত প্রতিবেদন মঙ্গলবারই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেওয়া হবে বলে তিনি জানান।

আন্তর্জাতিক অপরাধ সংস্থার ৫৩তম এই মামলার তদন্ত শুরু হয় ২০১৫ সালের ১৫ নভেম্বর; তদন্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন। এই মামলার মামলায় মোট ৪১ জনকে সাক্ষী করা হয়েছে।

তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক বলেন, আসামিদের মধ্যে মোজাহার আলী শেখ ছাড়া বাকিরা সবাই বটিয়াঘাটারই বাসিন্দা। মোজাহারের বাড়ি দাকোপ থানায়। আসামিদের মধ্যে ছয়জনকে প্রসিকিউশনের আবেদনে ট্রাইব্যুনাল গত ৯ মার্চ গ্রেফতার দেখানোর আদেশ দেয় বলে তিনি জানান। বাকি দুইজনের মধ্যে নজরুল পলাতক আছেন এবং আশরাফ গত ৫ জুন মারা গেছেন।

সানাউল বলেন, এদের মধ্যে আমজাদ ও মোজাহার মুক্তিযুদ্ধের সময় কনভেনশন মুসলিম করতেন। প্রথম জন এখন জামায়াতে ইসলামীর সমর্থক হলেও পরের জন কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। আতিয়ার, সহর, মোতাছিম, কামাল ও নজরুল মুক্তিযুদ্ধের সময় জামায়াতের সমর্থক ছিলেন। এদের মধ্যে আতিয়ার এখনো জামায়াতে ইসলামের সমর্থক থাকলেও অন্যরা কোনো দলের সঙ্গে সম্পৃক্ত নন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist